যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দেশটির সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ভেঙে পড়ে ধ্বংস হয়েছে। বিমানটি সেনাবাহিনীর লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ উর্দু।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার ওই এয়ারবেস এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।তবে দুর্ঘটনার সময় বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, এফ-৩৫ হলো যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের একটি, যা একাধারে স্টিলথ প্রযুক্তি, উচ্চগতির যুদ্ধক্ষমতা এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার জন্য পরিচিত।