রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল) গভীরে সংঘটিত হয়।
অন্যদিকে, জার্মানির রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে জানায়, এতে সুনামি সৃষ্টি হতে পারে। তবে জাপানের আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে, এখন পর্যন্ত জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প-প্রবণ অঞ্চল হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।