কাশ্মীরে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে |পাকিস্তান দাবি করেছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত তাদের ওপর সামরিক হামলা চালাতে পারে। ইসলামাবাদ বলছে, তাদের কাছে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে—যার ভিত্তিতে এই আশঙ্কা করছে তারা।
বুধবার (৩০ এপ্রিল) ভোরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ দাবি করেন। তিনি বলেন, পহেলগামের হামলাকে মিথ্যা অজুহাত বানিয়ে ভারত এই হামলার পরিকল্পনা করছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এর পরিণতির দায়ভার ভারতের ওপরই বর্তাবে।
তবে, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও একই সুরে কথা বলেছেন। তিনি সোমবার রয়টার্সকে বলেন, ভারতের পক্ষ থেকে হামলা আসন্ন। তবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে না পড়া পর্যন্ত আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না।
প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এটি গত দুই দশকে কাশ্মীরে পর্যটকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা।
এই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামে একটি সংগঠন। ভারত দাবি করছে, এটি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন।
তবে পাকিস্তান এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
হামলার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের ইন্দাস পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। অন্যদিকে, পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং দু’দেশ একে অপরের ভিসা বাতিল করেছে।
এ ছাড়া নিয়ন্ত্রণ রেখা (LoC)-তেও গুলি বিনিময়ের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
সূত্র : আল জাজিরা