বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকশুল্ক নীতিকে ‘বড় ভুল’ বলছেন ট্রাম্পের সাবেক সহকারী

শুল্ক নীতিকে ‘বড় ভুল’ বলছেন ট্রাম্পের সাবেক সহকারী

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ‘বড় ভুল’ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পেরই সাবেক সহকারী ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ভারতের বিরুদ্ধে রুশ তেল কেনার কারণে আরোপিত উচ্চ শুল্ককে উল্লেখ করে তিনি বলেন, এই নীতির মাধ্যমে তিনি বহু দশকের মার্কিন প্রচেষ্টাকে ঝুঁকিতে ফেলেছেন, যা ভারতকে রাশিয়া ও চীন থেকে দূরে আনার জন্য করা হয়েছে।

শুল্ক নীতির ক্ষেত্রে ট্রাম্পের চীনের প্রতি পক্ষপাতিত্বেরও সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি বড় ভুল হতে পারে।’

এপ্রিলে ট্রাম্প চীনের সঙ্গে সংক্ষিপ্ত বাণিজ্যযুদ্ধে লিপ্ত হন, তবে পরে চুক্তির অপেক্ষায় বাকি উত্তেজনা বন্ধ রেখেছেন। একই সময়ে ভারতের ওপর ৫০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে রাশিয়ার যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করার অভিযোগে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক।

বোল্টন বলেছেন, এই শুল্কের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘সবচেয়ে খারাপ ফল’ এসেছে, কারণ ভারত প্রত্যাশিতভাবেই ‘খুব নেতিবাচক’ প্রতিক্রিয়া দেখিয়েছে; বিশেষ করে যখন দেখা গেছে চীনের ওপর কোনো শুল্ক আরোপ হয়নি।

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যে অতিরিক্ত শুল্ক রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেওয়া হয়েছিল, সেটি ভারতে রাশিয়া ও চীনের প্রতি বন্ধুত্ব আরও দৃঢ় করতে পারে এবং হয়তো তারা একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলোচনা শুরু করবে। বোল্টনের বলেন, ‘ট্রাম্পের চীনের প্রতি নমনীয়তা ও ভারতের ওপর কঠোর শুল্ক বহু দশকের মার্কিন প্রচেষ্টাকে বিপন্ন করছে।’

মার্কিন বিদেশনীতি বিশেষজ্ঞ ক্রিস্টোফার পাডিল্লাও সতর্ক করেছেন, এই শুল্ক নীতি দীর্ঘমেয়াদে ভারত-আমেরিকা সম্পর্কের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তিনি বলেন, শুল্ক নীতির প্রভাব দীর্ঘদিন স্মৃতিতে থাকবে এবং ভবিষ্যতে ভারত যুক্তরাষ্ট্রকে একটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে দেখতে নাও পারে।

বোল্টন আগে একটি অপ-এডে লিখেছিলেন, ট্রাম্পের চীনের প্রতি নমনীয়তা ও দিল্লির প্রতি কঠোরতা মার্কিন কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, ‘হোয়াইট হাউস হয়তো পেকিংয়ের প্রতি দিল্লির তুলনায় শুল্ক ও অন্যান্য ক্ষেত্রে বেশি নমনীয়তা দেখাচ্ছে, যা একটি বড় ভুল হতে পারে।’

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ