বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকরাশিয়ায় ৮.৭ মাত্রার জোরালো ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

রাশিয়ায় ৮.৭ মাত্রার জোরালো ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে  গত কয়েক দশকের মধ্যে  এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায় নি। তেমন  ক্ষয়ক্ষতিও হয়নি।

কম্পনের জেরে রাশিয়ার পাশাপাশি সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকা ও জাপান।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মস্কোর সুদূর পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্প পরবর্তী তথ্য যাচাইয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের আফটার শক হতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ