শনিবার, আগস্ট ১৬, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকরাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকের গুলি ও গানপাউডারের কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে।

রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, কারখানায় বিস্ফোরণে দুর্ভাগ্যজনভাবে ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এই মন্ত্রণালয়।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

এর আগে, ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। বিস্ফোরণের প্রাণহানির ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।

রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘‘বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’’

রাশিয়ায় প্রায়ই এই ধরনের বিভিন্ন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

সূত্র: এএফপি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ