সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (৩০ জুলাই) এক ঘোষণায় এই কথা জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘অটোয়া আশা করেছিল, শান্তি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি ‘আর টেকসই নয়’। কানাডা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।’

তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি। কার্নি বলেন, ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকীকৃত হতে হবে অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না।
বিশ্লেষকদের দাবি, এই শর্তগুলো ফিলিস্তিনের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারে। তবে কার্নি বলছেন, ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অর্থ হলো সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেয়।’
উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে এরই মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ এখনো স্বীকৃতি দেয়নি।
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।
একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও। মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ