শুক্রবার, মে ৯, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকপাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের ২৭টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ওপর হামলা চালানোর পর থেকে অন্তত ১৮টি বিমানবন্দর বন্ধ ছিল। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে বন্ধ বিমানবন্দরের সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭টিতে।
বন্ধ বিমানবন্দরের তালিকায় রয়েছে- শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধরমশালা, কিশানগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র এবং হিন্দন বিমানবন্দর। এসব বিমানবন্দর দিয়ে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
একই সঙ্গে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, আকাশা এয়ারসহ একাধিক বিমান সংস্থা ইতোমধ্যে ৪০০-র বেশি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। বিমান চলাচল বন্ধ থাকবে আগামী ১০ মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ