বুধবার, জুলাই ৩০, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকনিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের ম্যানহাটন এলাকাধীন মিডটাউনের একটি আকাশচুম্বী ভবনে (৩৪৫ পার্ক অ্যাভিনিউ) এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি সিলেট। তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন। তার নাম তামুরা (২৭ )। তিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। ঘটনার পর তামুরা নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে দাবি পুলিশের।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে  জানান, বন্দুকধারী যখন ভবনটিতে গুলি চালায় তখন তার হাতে একটি বুলেটপ্রুফ জ্যাকেট ছিল ও একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এ ঘটনার পেছনে বড় উদ্দেশ্য থাকতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ