রবিবার, মে ৪, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকদক্ষিণ সুদানে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা, নিহত ৭

দক্ষিণ সুদানে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা, নিহত ৭

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলের ওল্ড ফ্যাঙ্গাক শহরের একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে।এতে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

চিকিৎসা সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।

শনিবার (৩ মে) এক বিবৃতিতে এমএসএফ জানায়, হামলায় শহরের শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।
এমএসএফ বলছে, ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হামলার পর এমএসএফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, স্টপ দ্য বম্বিং, প্রটেক্ট সিভিলিয়ানস, প্রটেক্ট হেলথকেয়ার।
এমএসএফের দক্ষিণ সুদান মিশনের প্রধান মামমান মুস্তাফা জানান, হাসপাতালের ওপর দুটি হেলিকপ্টার গানশিপ থেকে বোমা ফেলা হয় এবং প্রায় আধা ঘণ্টা ধরে পুরো শহরে গোলাবর্ষণ চালানো হয়।
তিনি বলেন, হাসপাতালটি গত ১০ বছর ধরে সেবা দিয়ে আসছিল। এতদিন যারা চিকিৎসা পাচ্ছিল, আজ তারা ঘরছাড়া। এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়।
বোমা বিস্ফোরণে হাসপাতাল ও ফার্মেসির পাশাপাশি আশপাশের এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ প্রাণভয়ে পালিয়ে গেছে। স্থানীয় প্রশাসন বলছে, পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাংগাক কাউন্টির স্থানীয় প্রশাসন অভিযোগ করেছে যে, হামলাটি সরকারি বাহিনীই চালিয়েছে। কারণ, ‘এ ধরনের হেলিকপ্টার হামলা চালানোর সক্ষমতা কেবল সরকারেরই রয়েছে।’
তবে, এ বিষয়ে দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার