শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকট্রাম্পের প্রস্তাবে সম্মতির পরও ১০০ ফিলিস্তিনিকে হত্যা

ট্রাম্পের প্রস্তাবে সম্মতির পরও ১০০ ফিলিস্তিনিকে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। এ প্রস্তাবে যুদ্ধবিরতি কথা থাকলে শুক্রবার ( ৩ অক্টোবর) থেকে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মিশরে যুদ্ধ বিরতির প্রস্তাবে আলোচনা শুরু হলেও সোমবার (৬ অক্টোবর) সকালে ৭ জনের মৃত্যু হয়েছে। গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী গত দুই দিনে অন্তত ৯৪ জনকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এসময় ১৩১টি বিমান ও কামান হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ