মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকজাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কিছুক্ষণ পরই বিভিন্ন উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করে। প্রাথমিকভাবে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। তবে সতর্কতা হিসেবে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে তারা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের উপকূলজুড়ে ঝুঁকি বিবেচনায় সুনামি সতর্কতা জারি রয়েছে।
এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের পর যেকোনো সময় আওমোরি থেকে ইওয়াতে উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ