শনিবার, জুলাই ২৬, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকগাজায় খাদ্য সংকট: অনাহারে একদিনে ১০ জনের মৃত্যু

গাজায় খাদ্য সংকট: অনাহারে একদিনে ১০ জনের মৃত্যু

গাজা উপত্যকায় ক্ষুধা ও অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অনাহারে প্রাণ গেছে আরও অন্তত ১০ ফিলিস্তিনির। এ নিয়ে চলতি বছরের মার্চে নতুন করে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এদের মধ্যে অন্তত ৮০ জনই শিশু।

বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যে মানবিক সহায়তা কার্যত স্থবির। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংগঠনগুলোর দাবি, গাজায় এখন ‘গণদুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে’। এ পরিস্থিতিতে অন্তত ১০৯টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা একযোগে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইউরোপে গাজা যুদ্ধবিরতি ও ‘মানবিক করিডোর’ বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
গত বছরের ৭ অক্টোবর হামলার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৫৯ হাজার ২১৯ জন ফিলিস্তিনির, আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯ এবং বন্দি হন অন্তত ২০০ জন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ