শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল

 

আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নতুন করে আহত হয়েছেন আরও ২০০ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের ধারাবাহিকতায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯ জনে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা নিরাপত্তার অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এদিকে, মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১৪৩ জন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় মোট ২ হাজার ৪৭৯ জন নিহত এবং ১৮ হাজার ৯১ জন আহত হয়েছেন।

অপর দিকে, অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও দুই ফিলিস্তিনি, যাদের মধ্যে একজন শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ক্ষুধাজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ৪১৩ জনের, যার মধ্যে ১৪৩ জনই শিশু।

জাতিসংঘ সমর্থিত আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) গাজাকে ‘দুর্ভিক্ষ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করার পর থেকে মারা গেছেন ১৩৫ জন, যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে, যার ফলে ২৪ লাখ মানুষ সরাসরি দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন।

১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ হাজার ২০৬ জন এবং আহত হয়েছেন ৫২ হাজার ১৮ জন। এই হামলা ২০২৫ সালের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে কার্যত অগ্রাহ্য করেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ