শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকগাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি হস্তক্ষেপ: গ্রেটা থুনবার্গসহ অধিকারকর্মীদের আটক

গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি হস্তক্ষেপ: গ্রেটা থুনবার্গসহ অধিকারকর্মীদের আটক

ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আটটি নৌযানে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এতে সুইডেনের খ্যাতনামা জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজন অধিকারকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

বুধবার (১ অক্টোবর) রাতে ভূমধ্যসাগরে গাজা উপত্যকা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থান করা এসব নৌযানে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। আটকদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইহুদি ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপুর’ উপলক্ষে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি।

ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া নৌযানগুলো হলো— দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু।

ইসরায়েল দাবি করছে, এ নৌবহরের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের যোগসূত্র রয়েছে। তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামানো হয়েছে এবং আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা সুস্থ ও নিরাপদ আছেন।”

প্রসঙ্গত, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ, যার উদ্দেশ্য হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানো। এ নৌবহরে যুক্ত রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান এবং প্রায় ৪৪টি দেশের ৫০০ জন প্রতিনিধি। তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও অধিকারকর্মীরা।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অবরোধ ও হামলার ফলে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন সেখানকার সাধারণ মানুষ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ