ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি
যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টিভি। জানা যায়, বুধবার (২ জুলাই) রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের একটি ফেরি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার আধাঘণ্টা পর হঠাৎ ফেরিটি ডুবে যায়।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ৫৩ জন এবং ক্রু ১২ জন। এ ছাড়া ফেরিটিতে ২২টি যানবাহনও ছিল।
বানিউয়াংগি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্র জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই অচেতন ছিলেন। নিখোঁজ বাকি ৪৩ জনকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে, চলতি বছরের মে মাসে দেশটির বেনগকুলু প্রদেশে একটি পর্যটকবাহী নৌকা ডুবে ৭ জন নিহত ও ৩৪ জন আহত হন। গত মাসেও বালির উপকূলে পর্যটকবাহী আরেকটি নৌকা উল্টে যায়।