বুধবার, অক্টোবর ২২, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে কে—জানালেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে কে—জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন না যে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করে যুদ্ধে জিততে পারবে। হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংঘাত নিয়ে তার অবস্থান স্পষ্ট করতে বলা হলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা জিতবে, তবে তারা এখনো জিততে পারত।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম তারা জিততে পারে। যেকোনো কিছুই হতে পারে।

জানেন তো, যুদ্ধ খুবই অদ্ভুত জিনিস। অনেক খারাপ ঘটনা ঘটে। অনেক ভালো ঘটনাও ঘটে।’ 

ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার কথিত হামলার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দেন, নিহতদের বেশির ভাগই ছিল সেনা।

ট্রাম্প আরো দাবি করেন, এই সংঘাতে প্রতি সপ্তাহে উভয় পক্ষের প্রায় পাঁচ থেকে সাত হাজার সেনা নিহত হচ্ছেন। 

ট্রাম্প গত মাসে বলেছিলেন, ইউক্রেন হয়তো তিন বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার কাছে হারানো সব অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

তবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, এই দীর্ঘস্থায়ী সংঘাতের পর ইউক্রেন তার কিছু ‘সম্পত্তি’ রাশিয়ার কাছে হারাতে বাধ্য।

যদিও কিয়েভ বারবার আঞ্চলিক ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করেছে।

 

ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বাইডেন প্রশাসনের মস্কো থেকে কূটনৈতিক দূরত্ব বজায় রাখার নীতি ত্যাগ করেছেন। আগস্টে ট্রাম্প আলাস্কার আঙ্কারাচে পুতিনের সঙ্গে দেখা করেন এবং গত সপ্তাহে দুই নেতা ঘোষণা করেন, তারা বুদাপেস্টে আরো একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই শীর্ষ সম্মেলন আয়োজনে সহায়তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ