সোমবার, নভেম্বর ৩, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকআফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরাঞ্চল

আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরাঞ্চল

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝরাতে হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে এই ভূমিকম্পটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাজধানী কাবুলসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সহায়তার জন্য হটলাইন নম্বর প্রকাশ করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে হেরাত অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

এছাড়া চলতি বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার আরেকটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষ মারা যান। যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ