সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর ইসলামাবাদে পৌঁছেছেন।
শুক্রবার ( ৯ মে) ডেইলি জংগ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী- আদেল আল জুবেইর স্বাগত জানান পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আদেল আল জুবেইর সম্প্রতি ভারত সফর শেষে পাকিস্তানে এসেছেন। বর্তমান সময়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনার জন্য তিনি এই সফরে এসেছেন।
ইসলামাবাদে অবস্থানকালে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।