ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায়। প্রদেশটিতে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রাকটি জানাজায় অংশ নিতে যাওয়া যাত্রীদের বহন করছিল। মোট ২৩ জন যাত্রী ছিলেন ট্রাকে। ট্রাক খাদে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছয় শিশু ও পাঁচ নারী রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি সরগোধার কোট মোমিন শহরের ঘালাপুর বাংলা খালের পাশে। এই অঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারীরা সড়কে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।
ঘন কুয়াশা, ধীরে ধীরে যাত্রীবাহী ট্রাক এবং দুর্ঘটনাজনিত অসতর্কতার সমন্বয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারীদের সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষ আরও সতর্ক করেছেন, ঘন কুয়াশার সময় সকালে ও রাতে যাত্রীরা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।
জানাজায় যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
সবচেয়ে পুরাতন
