সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধগাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৩৭

গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৩৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৪৩৬-এ পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৪৩৬-এ পৌঁছেছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এ পর্যন্ত এক লাখ ৮ হাজার ৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এই চলমান আক্রমণে।বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারকে নির্মূলসহ ৩৭ জনকে হত্যা এবং ৯৮ জনকে আহত করেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। গাজার উপর ইসরায়েলের এই গণহত্যা আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছে। এর প্রেক্ষিতে গত ২১ নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা