মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছুঁইছুঁই

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছুঁইছুঁই

যুদ্ধবিরতি প্রস্তাবনার মাঝেও গাজা উপত্যকায় ধারাবাহিক হামলা জারি রেখেছে ইহুদিবাদি ইসরায়েল। দেশটির অমানবিক হামলায় গত একদিনে উপত্যকাটিতে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন সাড়ে ৩ শতাধিক বাসিন্দা।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় (সোমবার পর্যন্ত) প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এই নতুন ধাপে ৬ হাজার ৯৬৪ জন নিহত ও আরও ২৪ হাজার ৫৭৬ জন আহত হয়েছেন।
এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক আইনে জবাবদিহির মুখে পড়েছে ইসরায়েল। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ ছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ