ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার দায়ের করা ফেডারেল মামলায় চেম্বার অব কমার্স আদালতের কাছে দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন, তাই আদালত যেন ফি কার্যকর করার পদক্ষেপ স্থগিত করে।
এইচ-১বি ভিসা মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন পেশার জন্য দেওয়া হয়—বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য।
ট্রাম্প প্রশাসন গত মাসে এই ফি ঘোষণা করে যুক্তি দেখায়, আমেরিকান কর্মীদের চাকরি বিদেশি কম খরচের শ্রমিকেরা নিচ্ছে। তবে পরে হোয়াইট হাউস জানায়, বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয় এবং ছাড় পাওয়ার জন্য আলাদা আবেদন ফর্মও রাখা হয়েছে।
চেম্বার অব কমার্সের অভিযোগ অনুযায়ী, এই ফি এইচ-১বি সংক্রান্ত বিদ্যমান অভিবাসন আইন লঙ্ঘন করছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে—ভিসা ফি সরকারের প্রক্রিয়াগত ব্যয়ের ওপর নির্ভর করবে, ইচ্ছামতো বাড়ানো যাবে না।
অভিযোগে বলা হয়, ‘প্রেসিডেন্টের কাছে বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণের যথেষ্ট ক্ষমতা থাকলেও, তা কংগ্রেসের পাস করা আইনের পরিপন্থী হতে পারে না।’
এর আগে একটি এইচ-১বি ভিসা আবেদনের খরচ সাধারণত তিন হাজার ৬০০ ডলারের কম ছিল।
চেম্বার অব কমার্সের মতে, ‘এই নতুন ফি কার্যকর হলে, মার্কিন কোম্পানিগুলোকে হয় শ্রম ব্যয় ব্যাপকভাবে বাড়াতে হবে, নয়তো উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী কমাতে হবে, যাদের বিকল্প স্থানীয়ভাবে পাওয়া যায় না।’