ইরান ইসরায়েলের ওপর ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১৭ জুন) সকালে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।
নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। আইডিএফ সবাইকে হোম ফ্রন্ট কমান্ডের দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেছে।
জেরুজালেম থেকে বিবিসি সংবাদদাতা টম বেনেটো জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।
তার ভাষায়, আমি জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। তেল আবিবের সহকর্মীরাও একই ধরনের শব্দ শুনতে পাচ্ছেন।’
ইরান নতুন করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে পাঁচজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’।
সংস্থার একজন মুখপাত্র জানান, ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি বাস পার্কিং এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
ক্ষেপণাস্ত্রের শ্রাপনেলে (ছিটকে পড়া ধাতব টুকরো) ওই পাঁচজন সামান্য আহত হন। ক্ষেপণাস্ত্র হামলা চালানো অন্যান্য এলাকায় কেউ আহত হননি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছ।