শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকআমরণ অনশনে ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

আমরণ অনশনে ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে আটক হওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা’। বিবৃতিতে বলা হয়, “ফ্লোটিলা জাহাজের বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।”

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এই অভিযানে ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মী অংশ নেন, যাদের সবাইকে আটক করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধ ভেঙে মানুষের জন্য মুক্ত পথ তৈরি করা।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক অধিকার সংস্থা বহুবার হুঁশিয়ারি দিয়েছে, গাজা দ্রুত বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও মহামারি ছড়িয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে ফ্লোটিলার অভিযাত্রীরা শান্তিপূর্ণভাবে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করলেও ইসরায়েল তা শক্ত হাতে প্রতিরোধ করে আসছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ