রবিবার, আগস্ট ৩১, ২০২৫
No menu items!

আমি শুধু চেয়েছি তোমায়

ওয়াদুদ শাহীন

আমি শুধু চেয়েছি তোমায়।
এই আঁকাবাঁকা জীবনের অলি গলি পার হতে,
দুর্বিসহ পথে জীবনসৌধে নিজেকে এগিয়ে নিতে,
সকাল থেকে সন্ধ্যা,
রাত অবধি পার এই তাবৎ সংসার ;
কিংবা বিপদসীমায় ডুবডুব সন্দিহান ক্ষণিকায় একটু নিঃশ্বাস নিতে –
আমি শুধু চেয়েছি তোমায় ।।

দিবস রজনীর কাব্যে আমি শুধু চেয়েছি তোমায়।
হাতে আলতো ছোঁয়া দিয়ে তোমার খুনসুটিতে আবেগের যে ডালি সাজিয়ে রেখেছো,
তার আবেদন চিরকাল ধরে রাখতে চেয়েছি আমি।
স্বপ্নহারা এই আমি,
অগণিত স্বপ্ন ছিলো আমার,
স্বপনের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ,
তোমার অঙ্গে তোমার ভৈরবে।।

তুমি তো নেই , আপনার জানলা এখন ঘুটঘুটে আঁধারে মৃত্তিকার কৃষ্ণছায়া লেপ্টে দেয় –
অহংকারে সকরুণ পৃথিবীর আনাচে কানাচে।
এক দুই তিন করে সব স্বপ্ন বিনাশের প্রস্তরে লিখে – খোদাই করে হৃদয়ের বৃন্তে।
আমি আর পারছিনা বলে মুষড়ে পড়েছে ঐ আকাশের নিস্তব্ধতা।
সামনে আধার,আঁধারে আমি নীল জলের গোঙ্গানী শুনি।
হারিয়ে গেছি স্বপ্নের কোলে,
খুঁজে বেড়ায় রক্তের তেতো স্বাদ,
আমি তোমার হতে চেয়ে জীবনের প্রতিলিপি হয়েছে বরবাদ।
চোখে ছায়া পড়েছে,
অস্বচ্ছ চোখ মুরুভুমির লু’ হাওয়ায় কচলিয়ে রক্তজবা,
কিছু নাহি দেখে প্রতিদিন বলে – একি হায় হায় !!
ড্যাব ড্যাবে চোখ দুটি বলতে চায় – আমি শুধু চেয়েছি তোমায় ।।

ভালোবাসা বর্ণের সম্মিলনে এক কঠিন শব্দ ।
শব্দের কাঠিন্য বলে দেয়,
জীবনের ব্যারোমিটার কতটুকু ধাবমান,
কতটুকু ক্ষয়িষ্ণু বাস্তবতার বলিদান।
তুমি আছো বলে শব্দ এতো উচ্ছ্বল, এতো প্রাণবন্ত।
ঐ উঁচু নীচু আকাশ মনের ভাঁজে ভাঁজে ছড়িয়ে দিয়েছে ঐ নীল আকাশের শুভ্রতা।
তার ছোঁয়া পেতে,
হৃদয়ে হৃদয়ে উদাসীন হতে,
আমি শুধু চেয়েছি তোমায় ।।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ