শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িফুটবল৭ গোলের মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাতলেতিকো

৭ গোলের মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাতলেতিকো

লা লিগার রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে প্রথমবারের মতো এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারালো অ্যাতলেতিকো মাদ্রিদ। স্বাগতিকরা জিতেছে ৫-২ গোলে।

খেলার শুরুতেই রবিন লে নরমাদের হেড থেকে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের দুর্দান্ত দুটি গোল রিয়ালকে এগিয়ে দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলেকজান্ডার সরলথ ম্যাচে সমতা ফেরান (২-২)।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন তিনি, এরপর অসাধারণ এক ফ্রি-কিকে জালের দেখা পান। শেষ মুহূর্তে অঁতোয়া গ্রিজম্যানের গোল অ্যাতলেতিকোর বড় জয় নিশ্চিত করে (৫-২)।

এই জয়ে লা লিগায় রিয়ালের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ধরে রাখলো অ্যাতলেতিকো। শেষ ছয় লিগ ম্যাচে সিমিওনের দল হারের মুখ দেখেনি।

রিয়াল মাদ্রিদের টানা সাত ম্যাচ জয়ের ধারা থেমে গেলেও শীর্ষে থাকার দৌড়ে তারা এখনো বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে।

আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে দুই দল। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কাজাখস্তানের কাইরাত আলমাতির, আর অ্যাতলেতিকো আতিথ্য দেবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ