শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িফুটবল১৪ বছর পর ভারত সফর নিয়ে রোমাঞ্চিত মেসি

১৪ বছর পর ভারত সফর নিয়ে রোমাঞ্চিত মেসি

লিওনেল মেসির ভারত সফরের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনে সত্যতা নিশ্চিত করলেন মেসি নিজেই। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আর্জেন্টাইন মহাতারকা জানান, আগামী ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার এই দেশে পা রাখবেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক মাধ্যমে ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি লিখেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।’

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে ইন্টার মিয়ামি ফরোয়ার্ড লিখেছেন, ‘এই ইভেন্টগুলোর টিকেট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।’

আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি। কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন ডি অ’র জয়ী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

মেসি সবশেষ ভারতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ