বাংলাদেশ ও বিশ্ব শান্তি
প্রফেসর ডা মো রুহুল আমিন।
চব্বিশ ও একাত্তরে মিল, মানুষ চায় মুক্তির ঈদ।
মেরুদণ্ড সোজা করে দাড়াও যেমন আবু সাঈদ ।
বঞ্চনার যাঁতা কলে পিষ্ট হয়ে মুক্তিযুদ্ধ হয় জনযুদ্ধ।
ছাত্র জনতা ঘুরে দাঁড়ায় স্বৈরাচারের পথ তাই রুদ্ধ।
দেশমুক্তির আন্দোলন ও লাখো শহীদের রক্তধারা।
বিভাজন নয়, সুদৃঢ় ঐক্য চাই, বিশ্বে ব্যাপক সাড়া।
জুলাই চব্বিশ, পনের থেকে উনিশ বিশ, ভয়ঙ্কর বিষ,
পৃথিবীর চোখে বাংলাদেশ, কত শত লাশ নাই হদিস।
বিশ্ব জানতে চায়, বুঝতে চায় কেন এতো লাশ ?
মেধাবীদের লাশ, শকুনদের উল্লাস, পাই মুক্তির উচ্ছ্বাস।
কোটি মানুষের হৃদয় নিংড়ানো, শহীদের রক্ত মাখা ঘাম,
দেশের জন্য দিয়েছে জীবন, কখনো চায়নি তাদের দাম।
শহীদি রক্তে মানুষ উজ্জীবিত, কখনো হইওনা বিভক্ত।
বিশ্বের যেখানেই রক্ত, বিশ্বশান্তি চাই, জাতিসংঘ হও শক্ত।
জাতিসংঘে বাংলাদেশের ঐক্য সফর সফল হোক।