গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর আলয় বিলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মাছ শিকারী হাতিয়ার নিয়ে বিলের জলে নেমে পড়েন। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের এই সময় বিলের পানি কমে আসে। এ সময় স্বাভাবিকভাবেই জমে থাকে নানা জাতের মাছ। তাই গ্রামবাসীসহ আশপাশের মানুষেরা একত্রিত হয়ে দিনব্যাপী মাছ ধরার উৎসবে যোগ দেন। এতে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।
মাছ শিকারীরা জানান, এই উৎসব তাদের কাছে শুধু মাছ ধরা নয়, বরং মিলনমেলা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অন্যতম আনন্দঘন মুহূর্ত এটি। কেউ জাল, কেউ খেয়া, আবার কেউ বিভিন্ন দেশীয় ফাঁদ দিয়ে মাছ ধরেন।
এ বিষয়ে সাংবাদিক শাহ আলম বলেন, “রশিদপুর আলয় বিলে প্রতিবছরই এমন মাছ শিকার উৎসব হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এটি স্থানীয় লোকজ সংস্কৃতির একটি বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে।”
দিনভর চলা এই উৎসব দেখতে আশপাশের এলাকা থেকে বহু দর্শনার্থী আসেন। তারা মাছ ধরা দৃশ্য উপভোগ করেন এবং বিলের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করেন।
