সোমবার, মে ৫, ২০২৫
No menu items!
বাড়িকৃষি ও প্রকৃতিসুন্দরবনে মহাবিপন্ন ৬৫ কচ্ছপের বাচ্চার জন্ম

সুন্দরবনে মহাবিপন্ন ৬৫ কচ্ছপের বাচ্চার জন্ম

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ৬৫টি বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়েছে। সোমবার (৫ মে) সকালে বাচ্চাগুলোর জন্ম হয়। পরে সেগুলোকে সংরক্ষণ প্যানে রাখা হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি একটি মাদী কচ্ছপ ৮২টি ডিম দেয়। সেগুলো বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়। নিবিড় পরিচর্যায় ৬৫টি ডিম থেকে বাচ্চা বের হয়েছে। বর্তমানে সেগুলোকে প্যানে রেখে লালন-পালন করা হচ্ছে। পরে বড় পুকুরে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, করমজল কুমির প্রজনন কেন্দ্রে ২০১৪ সালে বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয়। শুরুতে ৮টি কচ্ছপ দিয়ে শুরু হয় এ প্রজনন কার্যক্রম। সেই থেকে এ পর্যন্ত করমজলে ৫২১টি ডিম দিয়েছে এ কচ্ছপ। তা থেকে বাচ্চা ফুটে বের হয় ৪৭৫টি। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। বংশ বিস্তারে বিভিন্ন সময়ে এ প্রজনন কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা সাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ