রাঙামাটির বাঘাইছড়ির মাচালং এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা। উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং বাজারে সড়ক পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে ৬ শতাধিক পর্যটক আটকে পড়েন।
রাঙামাটির বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাট–সাজেক সড়কের মাচালং বাজার এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে সাজেক–খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সাজেক থেকে ফেরা ৩৩১ জন পর্যটক এবং বাঘাইহাট থেকে সাজেকগামী ২৫২ জন পর্যটক এই পানির কারণে আটকা পড়েছেন। বর্তমানে এলাকার স্থানীয় লোকজন নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। সাজেক যাওয়া আসা সহ ৫৮৩ জন পর্যটক মাচালং এলাকায় রাস্তার উভয় পাশে আটকা পড়েছে। তবে পুনরায় বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পানি পানি নেমে গেলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসবে। এতে কমবে আকস্মিক এই ভোগান্তি।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, মাচালং বাজারে পাকা ব্রিজ এলাকায় ওই সড়কের অংশ কিছুটা নীচু। এরই মধ্যে সড়কের ওপর ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘সড়ক থেকে পানি নেমে গেলে পুনরায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হবে। তবে অনেকেই বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে সড়ক ডুবে যাওয়া অংশ পার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছিলেন, তারা আবার সাজেকে ফিরে গেছেন’।
আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় উপজেলা প্রশাসন কাজ করছে।