শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনসাকিবের বিষয়ে কী বলেছিল ডিবি? মুখ খুললেন মেঘনা আলম

সাকিবের বিষয়ে কী বলেছিল ডিবি? মুখ খুললেন মেঘনা আলম

বিতর্কিত মডেল মিস আর্থ ২০২০ মেঘনা আলম বলেছেন, গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। নিজের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আলোচিত এ মডেল।

তিনি বলেন, আমার ২ দিনের জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে?

মেঘনা আলম তখন বলেন, ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আর বিদেশ ভ্রমণ করে আমি বুঝেছি- বিশ্ববাসী হয় বাংলাদেশকে চিনেই না, নয়তো আমাদেরকে শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আর মনে করে আমরা সবসময় আমাদের প্রতিবেশী ভারতের নিচে।

কিন্তু আসল সত্যিটা হলো-

  •  লন্ডনের বেশিরভাগ ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট? আসলে বাংলাদেশিদের।
  •  দুনিয়ার বড় বড় ফ্যাশন ব্র্যান্ড? তাদের পোশাক তৈরি হয় বাংলাদেশে।
  •  আমাদের সংস্কৃতি? ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, আধ্যাত্মিকতা, খাদ্য আর সম্প্রীতির রঙিন মিশেল।
  •  আমাদের মানুষ? বহুভাষিক, উদ্যোক্তা, অভিযোজনক্ষম।

তাই আমার কাজ হলো বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করানো, ‘পজিটিভ রিব্র্যান্ডিং’ করা, সিম্প্যাথি চাইতে নয়, বরং সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো।

আমি চালাই এক ধরনের ‘অল্টার-ডিপ্লোম্যাসি’ এসডিজি-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম।

মেঘনা আলম বলেন, ডিবি আমার কথা শুনে বলেছে- এসব অর্থহীন, কেননা একমাত্র সাকিব আল হাসান বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে।

আপনার এগুলো করার তো দরকার নেই কোনো। বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করে ফেলছে। পুরো দুনিয়া ওকে চেনে এটাই বাংলাদেশের জন্য যথেষ্ট।

মেঘনা বলেন, তখন আমি ভাবছিলাম- আমেরিকাকে যদি কেউ বলে, তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের তো বিয়ন্সে আছে, বা ফ্রান্সকে বলে তোমাদের ডিপ্লোম্যাসি লাগবে না, এমবাপ্পে তো আছেই, তাহলে কেমন লাগবে?

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ