সম্প্রতি তমা মির্জা জানান, সিনেমাটি আসবে তবে এখনই তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
অভিনেত্রী বলেন, ‘সুড়ঙ্গ ২’-এর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটার সঙ্গে আসলে আমার সম্পৃক্ততা নিয়ে আমার সঙ্গে প্রডাকশন হাউজের বা পরিচালকের বা কারো সঙ্গে ওভাবে কোনো কথা হয়নি।
তিনি আরও বলেন, তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ বাস্তবেরই প্রতিচ্ছবি।
ময়না যেরকম লোভী ছিল এ রকম লোভী মানুষও আছে মাসুদ যেরকম বোকা ছিল বউকে ভালোবাসতো ভীষণ বিশ্বাস করতো তারপরে ঠগে তারপর সেটার রিভেঞ্জ নেয় এ রকম মানুষও অনেক আছে।’
তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমাতে। গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ছবিটি দেশ ও দেশের বাইরে বেশ ভালোই ব্যবসা করেছিল। এরপর আর নতুন কাজের ঘোষণা দেননি অভিনেত্রী।