মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
No menu items!
বাড়িবিনোদন‘মাসুদরা কখনো ভালো হয় না’

‘মাসুদরা কখনো ভালো হয় না’

সুড়ঙ্গ’ সিনেমার সাফল্যের পর থেকেই এর সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে অনেকদিন থেকেই নানা জল্পনা চলছে। সেই জল্পনায় এবার সাড়া এলো সুড়ঙ্গের অভিনেত্রী তমা মির্জার কাছ থেকে।

সম্প্রতি তমা মির্জা জানান, সিনেমাটি আসবে তবে এখনই তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।

অভিনেত্রী বলেন, ‘সুড়ঙ্গ ২’-এর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটার সঙ্গে আসলে আমার সম্পৃক্ততা নিয়ে আমার সঙ্গে প্রডাকশন হাউজের বা পরিচালকের বা কারো সঙ্গে ওভাবে কোনো কথা হয়নি।

তিনি আরও বলেন, তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ বাস্তবেরই প্রতিচ্ছবি।

তার কথায়, ‘আমি তো সব সময় বলি মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে আছে এটা থাকে।

ময়না যেরকম লোভী ছিল এ রকম লোভী মানুষও আছে মাসুদ যেরকম বোকা ছিল বউকে ভালোবাসতো ভীষণ বিশ্বাস করতো তারপরে ঠগে তারপর সেটার রিভেঞ্জ নেয় এ রকম মানুষও অনেক আছে।’

তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমাতে। গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ছবিটি দেশ ও দেশের বাইরে বেশ ভালোই ব্যবসা করেছিল। এরপর আর নতুন কাজের ঘোষণা দেননি অভিনেত্রী।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ