বুধবার, নভেম্বর ৫, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনএবার আন্তর্জাতিক মডেল শাকিব খান

এবার আন্তর্জাতিক মডেল শাকিব খান

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব করছেন তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন বেশ কয়েকবার। এবার আন্তর্জাতিক পণ্যের প্রচারে দেখা যাবে তাকে। তিনি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন।

বিজ্ঞাপনটি ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মাণ করবেন সামিউর রহমান। জানা গেছে, আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হবে।

শিগগিরই এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

এর আগে শাকিবকে দেখা গিয়েছিল এসএমসির বিজ্ঞাপনে। ২০১৯ সাল থেকে তিনি এসএমসি ওরস্যালাইন-এন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। কিন্তু রিয়েলমি দিয়ে এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশগ্রহণ।

শাকিবকে সবশেষ দেখা গিয়েছিল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায়। আগামী বছরের ঈদে মুক্তি পাবে তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ইতিমধ্যেই প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে ছবিটির। সেটি দর্শকদের মধ্যে ভালো সাড়াও ফেলেছে।

ছবির শুটিং নভেম্বর থেকে শুরু হবে। এতে শাকিবের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন। তবে তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ