রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
No menu items!
বাড়িবিনোদন১৫০ কোটির বিজ্ঞাপনে রণবীর সিং!

১৫০ কোটির বিজ্ঞাপনে রণবীর সিং!

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে একটি ফার্স্ট লুক, যেখানে অ্যাকশনে লুকে হাজির হতে দেখা গেছে রণবীর সিংকে। না, কোনো সিনেমা নয়, এটি খাবারের ব্র্যান্ড ‘চিংস ডিজি চায়নিজ’-এর নতুন বিজ্ঞাপন। অন্তর্জালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা।

এর কারণও আছে, ১৫০ কোটি রুপি বাজেটের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার, যিনি ২০২৩ সালে শাহরুখ খানকে নিয়ে ‘জওয়ান’ নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

 অ্যাটলির নিজ ঘরানার অ্যাকশন স্টাইলে তৈরি এই বিজ্ঞাপনে রণবীরকে দেখা যাবে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে। বিপরীতে থাকছেন নায়িকা শ্রীলীলা, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। 

সূত্রের খবর অনুযায়ী, এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে প্রায় ১৫০ কোটি রুপি বাজেটে, যা ভারতের বিজ্ঞাপন ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। তুলনা করলে দেখা যায়, এই বিজ্ঞাপনের ব্যয় অনেক বলিউড ছবির চেয়েও বহুগুণে বেশি।

রণবীর সিং এর আগে চিংস ব্র্যান্ডের জন্য বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। রোহিত শেঠির পরিচালনায় তৈরি তার আগের ‘চিংস’ অ্যাড সিরিজও বেশ সাড়া ফেলেছিল। এবার অ্যাটলির সঙ্গে তার এই নতুন উদ্যোগকে অনেকেই বলিউড ও বিজ্ঞাপনের সংযোগের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

তারই ফাস্ট লুক প্রকাশ্যে এল শনিবার।

আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই বিজ্ঞাপনের পোস্টার। এখন দেখার বিজ্ঞাপনে আর কোন কোন চমক লুকিয়ে। 

অন্যদিকে, রণবীর এখন ব্যস্ত রয়েছেন তার আগামী ছবির কাজে। যার পরিচালক আদিত্য ধর।

এই ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা।
Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ