সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনহঠাৎ রহস্যময় পোস্ট বাপ্পারাজের

হঠাৎ রহস্যময় পোস্ট বাপ্পারাজের

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও সেখানে নিয়মিত কথা বলতে দেখা যায় না তাকে। যদিও বিভিন্ন সময় নানা প্রসঙ্গে মতামত জানিয়ে থাকেন তিনি। কিন্তু এবার হঠাৎই রহস্যময় একটি পোস্ট দিয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

রোববার (১২ অক্টোবর) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন বাপ্পারাজ। নিজের একটি কালো চশমা পরিহিত ছবি পোস্ট করেছেন। এতে কপালে চিন্তার ভাজ। ছবিতে বিমর্ষ হয়ে দূরে তাকিয়ে আছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘বিদায়।’

চিত্রনায়ক বাপ্পারাজের এ ক্যাপশন চোখ এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাৎক্ষণিক তারা মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে থাকেন। উদ্বেগ প্রকাশ করে তার এমন ক্যাপশনের কারণও জানতে চেয়েছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, কী হয়েছে আপনার?

আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের ট্রাজেডি কিং এবং নায়করাজের বড় ছেলে। তাই বিদায় ক্যাপশন লেখা যতটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা ঠিক ততটাই কঠিন।’

তবে নেটিজেনরা যে মন্তব্যই করুক না কেন, এতে পালটা জবাব দিতে দেখা যায়নি বাপ্পারাজকে। কিন্তু প্রিয় নায়কের হঠাৎ এ ধরনের পোস্ট স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পারাজের। ক্যারিয়ারে ত্রিভুজপ্রেমের গল্পে অভিনয় করে দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। অধিকাংশ চরিত্রেই আত্মত্যাগ করতে দেখা গেছে তাকে। ফলে ‘ট্র্যাজেডি হিরো’ হিসেবেও খ্যাতি রয়েছে তার।

বাপ্পারাজ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ ইত্যাদি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

‘শাহরুখের নিয়ত ঠিক নেই’

জনপ্রিয় সংবাদ