শনিবার, নভেম্বর ১, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনসিনেমা মুক্তির মাধ্যমে শেষ ইচ্ছে পূরণ হলো জুবিনের

সিনেমা মুক্তির মাধ্যমে শেষ ইচ্ছে পূরণ হলো জুবিনের

সংগীতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও সক্রিয় ছিলেন জুবিন গার্গ। তার মৃত্যুর পর সদ্য মুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা— ‘রই রই বিনালে’। প্রিয় শিল্পীর স্মৃতিকে ধরে রাখতে তার অভিনীত এই চলচ্চিত্রটি দেখার জন্য আসামের প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রির যেমন হিড়িক লেগেছে, তেমনি তার স্মৃতিচারণ করে কাঁদছে ভক্তরা। এদিকে সিনেমাটি দেখতে দর্শকদের এই উন্মাদনার মধ্যেই জুবিনের নিজের হাতে লেখা একটি আমন্ত্রণপত্র নিয়েও তৈরি হয়েছে আলোচনা।

জুবিন গার্গের অভিনীত এই সিনেমাটি অসমিয়া চলচ্চিত্র। ৩১ অক্টোবর (শুক্রবার) ভারতের ৪৬টি শহরে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগে জুবিনের হাতে লেখা যে আমন্ত্রণপত্রটি ভাইরাল হয়েছে, তাতে তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, ‘একটু অপেক্ষা করুন। আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তোমরা এসে যাবে কিন্তু। ভালোবাসা নিও– ইতি তোমাদের জুবিনদা।’

তার মৃত্যুর মাত্র কয়েক দিন আগে পরিচালক রাজেশ ভুঁইয়ার সঙ্গে বসে জুবিন নিজেই সিনেমার প্রচার কৌশল সাজিয়েছিলেন। জুবিনের শেষ ইচ্ছা পূরণ করতেই টিম ‘রই রই বিনালে’ তার হাতে লেখা এই চিঠিটি প্রকাশ করেছে।

জুবিন গার্গ তার আগের দুটি সিনেমার (মিশন চায়না ও কাঞ্চনজঙ্ঘা) মতো এটি নিয়েও হাই-ভোল্টেজ প্রচার করতে চেয়েছিলেন। তার ইচ্ছানুযায়ীই এই সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে। জানা গেছে, গত তিন বছর ধরে এই সিনেমাটি নিয়ে জুবিন পরিশ্রম করেছিলেন। এর কাহিনি ও গানও তার নিজস্ব সৃষ্টি। ছবিতে তাকে একজন অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে।

‘রই রই বিনালে’র প্রযোজকেরা জানিয়েছেন, সিনেমাটি আসামের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দর্শকদের ভিড় সামলাতে হল মালিকেরা কয়েকটি প্রেক্ষাগৃহে রাত ১২টা ও সকাল ৬টায় অতিরিক্ত প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ