মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনশিল্পকলায় ‘কিনু কাহারের থেটার’

শিল্পকলায় ‘কিনু কাহারের থেটার’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো প্রাচ্যনাটের দর্শকনন্দিত প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’। আজ রবিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় নাটকটির প্রদর্শনী।

প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসা এই নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র, আর নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

পুতনা নামক রাজ্যকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক এই নাটকের কাহিনী। নাটকের গল্পে দেখা যায়, ক্ষমতার স্বার্থে ন্যায়বিচার বিকৃত হয়ে পড়ে হাস্যকর অবস্থায়। উজিরের অপরাধের দায় ঘাড়ে নেয় সাধারণ মানুষ ঘন্টাকর্ণ। যাকে কিনে নেয়া হয় টাকার বিনিময়ে। পরবর্তীতে রাজা নিজেই ফেঁসে গেলে ঘন্টাকর্ণকেই ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেন। এই নাটকীয় মুহূর্তে উন্মোচিত হয় সমাজের বিকৃত নৈতিকতার চিত্র। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। দলের নতুন এই প্রযোজনায় দর্শকরা হাস্যরসের আবরণে সমাজ, রাজনীতি ও ন্যায়ের গভীর সত্য খুঁজে পেয়েছেন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, জগন্ময় পাল, সাইফুল জার্নাল, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, শাহীন সাইদুর, তানজিকুন প্রমুখ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ