শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িবিনোদন‘শাহরুখের নিয়ত ঠিক নেই’

‘শাহরুখের নিয়ত ঠিক নেই’

সালমান খানের পর এবার শাহরুখ খানকে নিয়ে তোপ দাগলেন পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, শাহরুখ খানের ‘নিয়ত ঠিক নেই’। তার এই মন্তব্য ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা, অনেকে তাকে ‘অ্যাটেনশন সিকার’ বলেও কটাক্ষ করেন।

‘দাবাং’ খ্যাত এই পরিচালক এর আগেও সালমান খান ও তার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।

এবার সেই আক্রমণের লক্ষ্য শাহরুখ খান। ‘বলিউড ঠিকানা’ নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন অভিনব।

শাহরুখকে নিয়ে তিনি বলেন, “এই কমিউনিটি শুধু নিতে জানে, দিতে জানে না। শাহরুখ খানের দুটি বাড়ি—একটি দুবাইয়ে ‘জান্নাত’, আরেকটি মুম্বাইয়ে ‘মান্নাত’।

মান্নাত মানে তো প্রার্থনা। এখানে তার সব মান্নাত পূরণ হয়েছে, তাই আরো মান্নাত করছেন। শুনেছি বাড়িতে আরো দুটি তলা বাড়াচ্ছেন। দাবি বাড়ছে, কিন্তু যদি জান্নাত ওখানে (দুবাই) হয়, তাহলে সেখানেই গিয়ে থাকুন, ভারতে থেকে কী করবেন?” 

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সংলাপের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “তিনি বলেন, ‘ছেলের ওপর হাত লাগানোর আগে বাপের সঙ্গে কথা বলো’।

এই লোকদের সঙ্গে আমরা কী নিয়ে কথা বলব? তারা সাধারণ মানুষের নাগালের বাইরে প্রাসাদ বানিয়ে রেখেছেন। শাহরুখ হয়তো ভদ্রভাবে কথা বলেন, কিন্তু নিয়ত ওরও গড়বড়।” 

তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। একজন লেখেন, ‘এমন মনোযোগপ্রার্থী মানুষদের কেন গুরুত্ব দেওয়া হয়!’ আরেকজন মন্তব্য করেন, ‘ব্যক্তিগত ক্ষোভে ধর্মীয় বিভাজন টেনে আনা সবচেয়ে লজ্জাজনক কাজ। সালমানের সঙ্গে সমস্যাটা ব্যক্তিগত ছিল, কিন্তু এখন বিষয়টাকে ধর্মীয় রূপ দিচ্ছেন—এটা খুবই নিচু মানসিকতার পরিচয়।

’অভিনব কাশ্যপ চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই। তিনি ক্যারিয়ার শুরু করেন চিত্রনাট্যকার হিসেবে ‘জং’ ছবির মাধ্যমে। পরে সালমান খান অভিনীত ‘দাবাং’ সিনেমা পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। এ ছাড়া তিনি রণবীর কাপুর অভিনীত ‘বেশরম’ চলচ্চিত্রটিও পরিচালনা করেছেন। লাইভ মিন্ট

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ