মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনমারা গেছে ‘শোলে’র সেই জেলার

মারা গেছে ‘শোলে’র সেই জেলার

‘হাম আংরেজো কে জামানেকা জেলার হ্যায়’। ‘শোলে’ ছবিতে তার এই সংলাপ আজও মনে রেখেছে মানুষ। প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ ছিলো তার কৌতুক অভিনয়ে। সেই ভারতীয় অভিনেতা গোবর্ধন আসরনি মারা গেছেন।

আজ (২০ অক্টোবর) সোমবার বিকেল ৪টার দিকে না মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার ভাগ্নে অশোক আসরনি অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানান অসুখে ভুগছিলেন।

 

বহু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আসরনি। পাঁচ দশকে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। সত্তর দশক ছিল তার ক্যারিয়ারের সেরা সময়। আসরনি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘মেরে আপনে’, ‘কোশিশ’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে-চুপকে’, ‘ছোট সি বাত’, ‘রাফু চক্কর

 

লেখা বাহুল্য, তার সবচেয়ে হিট চরিত্র ‘শোলে’র জেলার। দর্শকদের মনে থাকবে হয়তো, আসরনির সংলাপ ছিল এতটাই নিখুঁত যে, শুধু দর্শক নয়, সমালোচকরাও তার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। ‘চালা মুরারি হিরো বান’-এর মতো অনেক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসরনি, যেগুলোর পরিচালক ছিলেন তিনি নিজেই। ‘সালাব মেমসাব’ ছবিটিও পরিচালনা করেছেন তিনি। ‘গুজরাটি’ সিনেমায় বিস্ময়কর প্রতিভার ছাপ রেখেছেন এই অভিনেতা ও নির্মাতা।

দীপাবলির আগে আসরনির মৃত্যুতে ভারতের চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ