বিনোদনের মঞ্চ সব সময়ই আলো, উল্লাস আর প্রশংসায় ভরা। কিন্তু কখনও কখনও সেই মঞ্চই হয়ে ওঠে জীবনের শেষ দৃশ্য। মঞ্চের মাঝেই থেমে গেছে এমন কিছু তারকার জীবন, যাদের মৃত্যু আজও ভক্তদের মনে গেঁথে আছে এক চিরস্থায়ী শোকের স্মৃতি হয়ে। চলুন জেনে নেই, সেই পাঁচ তারকার কথা-যাদের জীবনের শেষ মুহূর্ত ছিল আলো-ঝলমলে মঞ্চেই।
রেড ফক্স: খ্যাতনামা কৌতুক অভিনেতা রেড ফক্স সবসময়ই নিজের মজার রসিকতায় মানুষকে হাসাতেন। মজার বিষয়, তিনি প্রায়ই মঞ্চে অভিনয়ের সময় মজা করে ‘হার্ট অ্যাটাক’ হওয়ার ভান করতেন।
১৯৯১ সালের এক রিহার্সালে তিনি হঠাৎ বুকে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়েন। দর্শকরা প্রথমে ভেবেছিলেন, এটিও হয়তো আরেকটি রসিকতা। কিন্তু কিছু সময়ের মধ্যেই হাসি থেমে যায়-কারণ ফক্স এবার সত্যিই চলে গেছেন, চিরতরে।
পল ওয়াকার: ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকারকে বিশ্ব চিনত গতি ও আবেগের প্রতীক হিসেবে। ২০১৩ সালে নিজের চ্যারিটি ইভেন্টের সরাসরি সম্প্রচার চলাকালীনও তিনি হাসিমুখে কথা বলছিলেন ভক্তদের সঙ্গে। কেউ জানত না, মাত্র কয়েক মিনিট পরই সেই হাসি থেমে যাবে চিরতরে।
অনুষ্ঠান শেষে দ্রুত গাড়িতে ওঠেন তিনি, আর সেই গতি-ভরা গাড়িই ছিনিয়ে নেয় তার জীবন। লাইভ দেখছিলেন হাজারো দর্শক, কেউ ভাবতেও পারেননি যে তারা পলের শেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন।
ওয়েন হার্ট: ১৯৯৯ সালের এক ‘ডবলিউডবলিউই’ লাইভ ইভেন্টে কানাডিয়ান রেসলার ওয়েন হার্টকে নাটকীয়ভাবে রশি বেয়ে নেমে আসার কথা ছিল। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা বদলে দেয় পুরো দৃশ্য। হঠাৎই ভেঙে যায় হারনেস, দর্শকের চোখের সামনেই তিনি আছড়ে পড়েন রিংয়ের মাটিতে।
সম্প্রচার বন্ধ হয়ে যায় মুহূর্তেই, কিন্তু হাজারো দর্শক তখনও নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে ছিলেন সেই মঞ্চের দিকে-যেখানে এক কিংবদন্তির জীবন শেষ হয়ে গেল এক মুহূর্তে।
অ্যাভিসি: বিশ্বখ্যাত সুইডিশ ডিজে ও সঙ্গীতশিল্পী অ্যাভিসি ছিলেন এক অনন্য সুরের জাদুকর। তার শেষ পারফরম্যান্সও ছিল বিশ্বজুড়ে লাইভ সম্প্রচারিত-আলো, সুর আর উদ্দাম বিটে ভরে গিয়েছিল চারদিক। কিন্তু অনেকেই পরবর্তীতে বলেছেন, তার সেই শেষ প্লেলিস্ট যেন ছিল এক নীরব বিদায়ের ভাষা। মঞ্চের গর্জন শেষে নেমে আসে এক অদ্ভুত নীরবতা-যা আজও ভক্তদের মনে কাঁপন তোলে।
ডাইমব্যাগ ড্যারেল: ২০০৪ সালে মার্কিন রক ব্যান্ড ‘প্যান্টেরা’র কিংবদন্তি গিটারিস্ট ডাইমব্যাগ ড্যারেল লাইভ কনসার্টে বাজাচ্ছিলেন নিজের হৃদয় উজাড় করে। হঠাৎই এক বন্দুকধারী দর্শক মঞ্চে উঠে এসে গুলি চালায়। প্রথমে দর্শকেরা ভেবেছিলেন, এটি পারফরম্যান্সেরই অংশ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রক্তে ভেসে যায় মঞ্চ। সেই রাতের ভয়াবহ স্মৃতি আজও রকপ্রেমীদের চোখে জল এনে দেয়।
জীবনের মঞ্চে তারা ছিলেন তারকা, কিন্তু মৃত্যুতেও রেখে গেছেন এক অবিস্মরণীয় দৃশ্য। তাদের বিদায় শুধু এক মুহূর্তের নয়-তা আজও মনে করিয়ে দেয়, আলো-ঝলমলে মঞ্চের পেছনেও লুকিয়ে থাকে জীবনের অমোঘ সত্য-মৃত্যু কখনও রিহার্সাল করে আসে না।