বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনবিয়েই কি জীবনের সব-জেরিন খান

বিয়েই কি জীবনের সব-জেরিন খান

‘বীর’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন জেরিন খান। তখন অনেকেই তার চেহারায় খুঁজে পেয়েছিলেন ক্যাটরিনা কাইফের ছায়া। সালমান খানের সঙ্গে সেই ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হলেও, ধীরে ধীরে সিনেমার দুনিয়া থেকে হারিয়ে গেছেন তিনি। বর্তমানে বড় পর্দায় দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর উপস্থিতি যথেষ্ট নজরকাড়া। নিয়মিত নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। তবে মাঝে মধ্যেই তাকে শুনতে হয় কটূ কথা।

এবারও যেমন এক নেটিজেনের আপত্তিকর মন্তব্যে রেগে আগুন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে এক ব্যবহারকারী জেরিনকে উদ্দেশ্য করে লেখেন, ‘বিয়ে করে ফেলুন। আপনার বয়স হয়ে যাচ্ছে।’

এই মন্তব্যে জেরিন খান ক্ষেপে যান। পাল্টা পোস্টে তিনি লেখেন, ‘সব সময় মনে করা হয়, জীবনের সব সমস্যার একমাত্র সমাধান বিয়ে। কিন্তু কেন? বিয়েই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই এমন ধারণা কেন?’

অভিনেত্রী আরও লেখেন, আমি একটি কমেন্টে পড়েছি, ‘বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে।’ আমি বলছি, যদি আমি বিয়ে করি তাহলে কি বয়স কমে যাবে? আবার কি ছেলেবেলায় ফিরে যাব? যদি না যায়, তাহলে এমন কথা বলার মানে কী? আমি কিছুতেই বুঝতে পারি না, কেন এখনও এমন চিন্তাধারা রয়ে গেছে? এটা কি শুধু আমাদের দেশে হয়, নাকি সারা দুনিয়াতেই মেয়েদের জীবনে বিয়ে নিয়ে এমন চাপ তৈরি করা হয়?’

ভিডিওর শেষে বাস্তবতার খোঁচা দিয়ে জেরিন আরও বলেন, এই বিয়ে কি কোনও যাদু? আমি তো দেখছি আজকাল বেশিরভাগ বিয়ে টিকছেই না, দু’-তিন মাসের বেশি চলে না। তাই না, বিয়ে জীবনের সব সমস্যার উত্তর হতে পারে না।’

জেরিনের এই জবাবে অনেকেই একমত হয়েছেন। নেটিজেনদের অনেকেই তাকে সমর্থন করেছেন। আবার অনেকে কটাক্ষও করেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ