বুধবার, অক্টোবর ২২, ২০২৫
No menu items!
বাড়িবিনোদননিজের চেহারা প্লাস্টিক সার্জারি করা নিয়ে যা বললেন জয়া

নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করা নিয়ে যা বললেন জয়া

শরীরিক সৌন্দর্য ধরে রাখতে এখন অনেকেই বিভিন্ন ধরনের সার্জারির আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে শোবিজ অঙ্গনে এই প্রবণতা অনেক বেশি। দেশে-বিদেশে অসংখ্য তারকাই নিজেদের চেহারা ও ফিটনেস ধরে রাখতে করান বিভিন্ন রকম কসমেটিক সার্জারি। এমন গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশের অভিনেত্রীদের নিয়েও। সেই তালিকায় বারবার উঠে এসেছে অভিনেত্রী জয়া আহসানের নামও।

সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়া আহসান। তিনি হেসে বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) সার্জারি করা।’

 

জয়া আরও বলেন, ‘বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ ভাবে, আমি নাকি এসব কমেন্ট দেখি না। আসলে মাঝে মাঝে দেখি। আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা কিছুটা বোঝা যায়’।

তবে এসব আলোচনা ও মন্তব্য নিয়ে হাস্যরস করলেও নিজের প্লাস্টিক সার্জারি করা বা না করা—সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী।

 

সম্প্রতি জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ। এতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।

নতুন এ সিনেমায় প্রশংসিত হয়েছে জয়ার অভিনয়। তবে আলোচনায় থেকেছেন বাস্তব জীবনের মন্তব্য নিয়েও—যেখানে স্পষ্ট বোঝা যায়, সমালোচনা নয়, আত্মবিশ্বাসই তার আসল সৌন্দর্য।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ