বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনদীপিকার মেয়ের মতো কাকে লেহেঙ্গা পরাতে চান ভারতী

দীপিকার মেয়ের মতো কাকে লেহেঙ্গা পরাতে চান ভারতী

শিগগিরই দ্বিতীয় সন্তানের আগমন হতে চলেছে ভারতীয় কমেডির ‘কুইন’ ভারতী সিংয়ের। দিনকয়েক আগেই স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে এই সুখবর ভাগ করে নেন জনপ্রিয় এই সঞ্চালিকা। প্রথম সন্তান ‘গোলা’র পর থেকেই এবার কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। 

সম্প্রতি, আল্ট্রাসোনোগ্রাফি করানোর পর সন্তানের এক ঝলক দেখে আনন্দে আত্মহারা ভারতী। নিজের ভ্লগে সেই আবেগঘন মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন কমেডিয়ান ভারতী সিং। তিনি জানান, পুত্র গোলার পর এবার একটি কন্যা সন্তানের জন্য মুখিয়ে রয়েছেন।

আল্ট্রাসোনোগ্রাফিতে শিশুকে এক পলক দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতী। তিনি কালার সোনোগ্রাফির মাধ্যমে শিশুটিকে দেখেছেন এবং চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে, বাচ্চা সুস্থ আছে।

কন্যা সন্তানের জন্য ভারতীর এই আকাঙ্ক্ষা বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেন, ‘দেবী মা ঘরে আসুক দ্রুত। আমিও চাই যে আমি ওকে (কন্যাকে) দীপিকা  এবং রণবীরের মেয়ে দুয়া-র মতো লেহেঙ্গা পরাব এবং পনিটেল বাঁধব।’

উল্লেখ্য, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া জন্ম নেওয়ার পর থেকেই লাইমলাইটে রয়েছে, আর তার ফ্যাশন নিয়েও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তাই ভারতীও তার হবু কন্যাকে বিশেষ সাজে সাজানোর স্বপ্ন দেখছেন।

এর আগে একটি সুন্দর পোস্টের মাধ্যমে ভারতী ও হর্ষ তাদের অনুরাগীদের সঙ্গে দ্বিতীয় সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন। ভারতীর বেবি বাম্পের ছবি পোস্ট করে তারা লেখেন, ‘আমরা আবার বাবা-মা হতে চলেছি।’

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ