বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনকাজ করলে সমালোচনা থাকবেই, ওসব নিয়ে মাথা ঘামাই না : দীঘি

কাজ করলে সমালোচনা থাকবেই, ওসব নিয়ে মাথা ঘামাই না : দীঘি

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে নানা সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে প্রার্থনা ফারদিন দীঘিকে। আগে এসবে কষ্ট পেলেও তবে এখন আর সমালোচনা নিয়ে নিয়ে ভাবেন না তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমে দীঘি বলেন, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই।

কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’ 

এরপর তিনি আরো বলেন, ‘তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি।

আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’ 

 

একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীঘি। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত।

স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।’ 

এদিকে দীঘিকে সর্বশেষ দেখা গেছে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাতে। সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন তিনি।

আগামীতে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায় দেখা যাবে দীঘিকে। এখানে তার বিপরীতে থাকছেন বাপ্পারাজ। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

মঞ্চে থেমে গেছে যে ৫ তারকার জীবন

মারা গেছে ‘শোলে’র সেই জেলার

জনপ্রিয় সংবাদ