রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনআকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’

আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’

হলিউড অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে কয়েক দিন আগেও উত্তপ্ত ছিল বিশ্ব মিডিয়া। কথা ছিল— তাদের বিয়ে হবে মহাকাশে। প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু হয়ে গেলেন একা। কে জানত— মাত্র ৯ মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় শেষ হবে। অতঃপর আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে যাবে টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে— টম ক্রুজ ও আনার মাঝে এখন আর কোনো সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এ পরিণতি। এর মধ্য দিয়ে আবারও একা হয়ে গেলেন অভিনেতা।

সম্প্রতি একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় ‘ডিপার’-এর কাজের পরিকল্পনা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় সেই প্রকল্পটিও থেমে গেছে। ঘনিষ্ঠ সূত্র জানায়, আনা তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন, আর পেশাগতভাবে তারা এখনো একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন।

যদিও টম ক্রুজের জন্য এটি নতুন কিছু নয়; এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এরপর বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও আলোচনায় ছিল, যা প্রায় ১০ মাস স্থায়ী ছিল।

উল্লেখ্য, বয়সে ২৬ বছরের ছোট অভিনেত্রী আনার সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি করে ক্যামেরাবন্দি হন। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা হয়। পরে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সেই সময় আলোচনায় আসে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ