বলিউডের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি খালিস্তানপন্থী গোষ্ঠীর হুমকির মুখে পড়েছেন। অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় তাকে নিশানা করেছে ‘শিখস ফর জাস্টিস’ নামের সেই সংগঠন। তাদের অভিযোগ, দিলজিতের ওই আচরণ শিখ সম্প্রদায়ের জন্য ‘অপমানজনক’ এবং তার অস্ট্রেলিয়ার আসন্ন কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে।
হুমকির পরও দমে যাননি এই পাঞ্জাবি তারকা। বরং সামাজিক মাধ্যমে শান্তি ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি। ব্রিসবেনে কনসার্টের আগে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় দিলজিৎ বলেন, ‘সবসময় ভালোবাসার কথাই বলুন। আমি বিশ্বাস করি, পৃথিবী একটাই। আমার গুরুর মন্ত্র ‘ইক ওঙ্কার’—সবকিছু এক উৎস থেকেই এসেছে। আমি এই পৃথিবীর সন্তান, আবার একদিন এই মাটিতেই ফিরে যাব। তাই কেউ হিংসা করুক বা ট্রল করুক, আমি সবার জন্য ভালোবাসাই ছড়িয়ে যাব।’
দিলজিৎ আরও বলেন, ‘অনেকে বলেন, ঈশ্বর আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। কিন্তু আমি মনে করি, এত চাওয়ার কিছু নেই। নিজের ইচ্ছা মনে ধারণ করলে ঈশ্বরই সেটি পূরণ করে দেন।’
উল্লেখ্য, সম্প্রতি ‘কন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন দিলজিত দোসাঞ্জ। সেখানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। এই ঘটনাকেই কেন্দ্র করে বিতর্ক শুরু।
