বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনঅপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে গরু বিক্রি করে জাল নোটে প্রতারিত হন নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। সেসময় তার কান্নাভেজা মুহূর্ত কাঁদিয়েছিল গোটা দেশকে।

রইস উদ্দিনের সেই কান্না দেখে তাকে সাহায্যের ঘোষণা দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি জানান, নিজ খরচে সেই গরু বিক্রেতাকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালন করতে।

অপু বিশ্বাস সেই কথা রেখেছেন। নিজ অর্থায়নে রইস উদ্দিনকে ওমরাহ পালনে পাঠিয়েছেন। গত সপ্তাহে রইস উদ্দিন ওমরাহ পালন করে দেশে ফিরেছেন। এরপর নায়িকাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) রইস উদ্দিনের সঙ্গে দেখা করতে নাটোরে যান অপু বিশ্বাস। এ সময় তাকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যান সেই গরু বিক্রেতা।

রইস উদ্দিনকে ‘বাবা’ ডেকে তার বাড়িতে দীর্ঘক্ষণ আড্ডা দেন অপু। এ সময় চিত্রনায়িকাকে ‘মেয়ে’ ডেকে সৌদি আরব থেকে নিয়ে আসা কিছু উপহার তুলে দেন।

যেখানে ছিল সৌদি আরবের খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তজবি। উপহারগুলো তুলে দিয়ে রইস উদ্দিন বলেন, ‘আমি আমার মেয়ের জন্য উপহার এনেছি।’

উপহার পেয়ে অপু বলেন, ‘বিশেষ উপহার’ পেয়ে ধন্যবাদ দেয়ার আসলে কিছু নেই যেহেতু উনাকে ‘বাবা’ ডেকেছি। তিনি আমাকে ও আমার সন্তানের জন্য দোয়া করেছেন। সেখান থেকে জমজমের পানি, খেজুর, তজবি, জায়নামাজ এনেছেন, আমি আসলে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো না। বরং বলবো এটা আমার দোয়া।

উল্লেখ্য, কোরবানি ঈদে রইস উদ্দিন আলোচনায় উঠে আসেন। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা পেলেও, এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার এই মর্মন্তুদ ঘটনার পর হতাশায় কেঁদেছিলেন তিনি। যা ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

এ ঘটনায় তার পাশে প্রথম দাঁড়িয়েছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওয়ানা হন রইস উদ্দিন। আর দেশে ফিরতেই অপু বিশ্বাস দেখা করেন তার সঙ্গে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ