মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত জাহিদ হাসান

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত জাহিদ হাসান

ফেসবুক নিয়ে হয়রানি, বিব্রত হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। এবার ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেতা জাহিদ হাসান।

ভক্ত ও সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে এক ফেসবুক স্ট্যাটাসে দুটি ভুয়া ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজের স্ক্রিনশট দিয়ে অভিনেতা জাহিদ হাসান লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট।

তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে তাদের আইডিতে একই বার্তা পোস্ট করেছে। আসল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে।

জাহিদ হাসান জানান, ফেসবুক আইডি ঘিরে বিব্রত হচ্ছেন। তার নামে কে বা কারা ফেসবুক ব্যবহার করছেন। কয়েকজন এই অভিনেতা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসান নামে ফেসবুকে আইডি ও পেজ চালু করেছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে জাহিদ হাসান বলেন, ‘আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।

এরা আমার হয়ে নানা কিছু লিখছে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন-সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।
’কাজের বাইরে ফেসবুকে অনেকটাই নীরব থাকেন জাহিদ হাসান। তিনি জানান, ফেসবুকে তার বন্ধু সংখ্যাও কম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সময় কাটাতেও পছন্দ করেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে তার নামে ভুয়া অ্যাকাউন্ট থাকায় চিন্তার মধ্যে রয়েছেন।

সেইসঙ্গে ভুয়া আইডির সঙ্গে যুক্ত থেকে বিভ্রান্ত হওয়ার অনুরোধও জানিয়েছেন অভিনেতা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ